নেছারাবাদে মাটিতে হাটু গাড়া দেওয়া যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২০ ০২:৩১ অপরাহ্ন
নেছারাবাদে মাটিতে হাটু গাড়া দেওয়া যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদে যুবলীগ কর্মী মেডিসিন ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকার একটি কড়াই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। এলকাবাসি ও পুলিশ সুত্রে জানাগেছে, ওই দিন সকালে নিহতের পুরানবাড়ি সংলগ্ন  মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান বউ বাজার এলাকায় মাটিতে হাটু গাড়া দেওয়া গাছে ঝোলানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশী তদন্ত চলছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কিছু বলা যাবেনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
ইনিউজ ৭১/এম.আর