চার হাজার ইয়াবাসহ তৈয়বা খাতুন (৪০) নামের নারীকে আটক করেছে র্যাব। ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় উখিয়া বালুখালী দুই নম্বর গজুঘোনা গ্রামের হামিদ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের সময় নারীটি ওই বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে র্যাব দাবি করেছে।
আটক তৈয়বা খাতুন একই এলাকার মো. আলী মিয়ার মেয়ে। র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হামিদ হোসেনের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তৈয়বা খাতুনকে আটক করা হয়। এসময় ওই ঘর তল্লাশী করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।