কমিটি গঠন নিয়ে স্বরূপকাঠীতে আ.লীগের একাংশের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২০ ১২:৪২ অপরাহ্ন
কমিটি গঠন নিয়ে স্বরূপকাঠীতে আ.লীগের একাংশের বিক্ষোভ

স্বরূপকাঠিতে অগঠনতান্ত্রীকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ।

স্থানীয় সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ্ আলমের নেতৃত্ব শনিবার সকালে উপজেলার ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দরে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইন্দেরহাট সরকারি কলেজ এলাকার পাঠাগার চত্ত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ইন্দেরহাটের শাইনিং ষ্টার  কিন্ডারগার্টেন স্কুল মাঠে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ্ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,প্রভাষক আব্দুস সালাম সিকদার,সালাম রেজা,শহিদুল ইসলাম রিপন প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব