মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল ৮টায় জেলা প্রশাসনের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়।
প্রহরের প্রথমে জেলা প্রশাসক কাজী আবু তাহের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের প্রধানগন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল,শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।