বোরহানউদ্দিনে বাল্যবিবাহ বন্ধে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে জানুয়ারী ২০২০ ১০:২০ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বাল্যবিবাহ বন্ধে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেছেন, বাল্যবিবাহের বিষয়ে অভিভাবকদের সচেতন করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অনেক অভিভাবক নোটারি পাবলিকের মাধ্যমে সন্তানের বয়স বাড়িয়ে ১৮ বছর করে বিয়ে দেন উল্লেখ করে বোরহানউদ্দিন পৌরসভা মেয়র বলেন, এটা বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার বিকেলে বোরহানউদ্দিন  পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত  জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস্ (জেমস্) শিক্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে উল্লেখ করে, বোরহানউদ্দিনের ভারপ্রাপ্ত ইউএনও  মো. বশির গাজী বলেছেন, বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে সরকার যুগোপযোগী আইন করেছে। তিনি আরো বলেন, অসচেতন অভিভাবকরা মেয়ে সন্তানকে পরিবারে বোঝা মনে করে ১৮ বছর বয়সের আগেই বিয়ে দেন। কিন্তু ছেলে মেয়ে উভয়ই দেশ ও পরিবারের সম্পদ। 

প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার ১ শত ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ শত ৩৬ জন শিক্ষকদের এই প্রশিক্ষণ প্রদান করছে বেসরকারি সংস্থা সুশীলন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক শিরিন আখতার, বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের টিম ম্যানেজার রকিবুল বাহার ও কম্যুনিকেশন কো-অর্ডিনেটর কাজী শামীম হাসান। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব