আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শক্তিশালী, সুশৃঙ্খল এবং যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়গুলো গঠনতন্ত্রে সন্নিবেশিত করা হবে। এ লক্ষ্যে গঠনতন্ত্র তৈরিতে জেলা উপজেলা এবং কেন্দ্রীয় নেতাদের প্রস্তাবনা দেয়ার সুযোগ রাখা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে এ প্রস্তাব পাঠাতে হবে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের নতুন ভবনে গঠনতন্ত্র উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না, আকারও বাড়বে না। তিনি বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন সংযোজন ও বিয়োজনের জন্য বিভিন্ন প্রস্তাব আসছে। আজকের মিটিংয়েও অনেকে অনেক রকম প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবগুলো লিখিত আকারে দেয়ার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনা হবে। তারপর গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে।
সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আফজাল হোসেন, কমিটির সদস্য কর্নেল (অব.) ফারুক খান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, আখতুরুজ্জামান, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টর বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট আজমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।