
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০:৫

নকল লেবেল, হোমিওপ্যাথিক দোকান হতে স্পিরিট এবং ঢাকাসহ বিভিন্ন স্থান হতে বোতলের কর্ক, প্যাকেট, নানা ধরনের সুগন্ধি এবং ঘুমের ওষুধ মিশিয়ে তৈরি করা মদ বিদেশি ব্র্যান্ডের নামে বাজারজাত করছে একটি চক্র। আর এসব মদ খেয়ে অসুস্থ এবং মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি আকবরশাহ এলাকায় তিনজনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে স্পিরিট, নকল লেভেল, ভেজাল মদ তৈরির বিভিন্ন উপকরণ, বোতলের কর্ক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এসব তথ্য পাওয়া গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব