পিরোজপুরের ইন্দুরকানীতে কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশনের ব্যবস্থপনা কমিটি ২০১৯ ত্রী-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ভোট শুরু হয় এবং বিকাল ৩ টায় শেষ হয় উপজেলার ৪৬ জন সমবায়ী সদস্য তাদের ভোট প্রদান করেন। সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহিন গাজী ও উপজেলা বিএন পি যুগ্ম সম্পাদক মোঃ ফরিদ হোসেন।
মোঃ ফরিদ হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকট তম প্রতিদন্দি শাহিন গাজী পান ১৬ ভোট। বিকাল ৩ টার পরে নির্বাচনি ফলা ফল ঘোষনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ মুজাহিদ উপস্থিত ছিলেন তার উপস্থিতিথিতে ভোটের ফলা ফল ঘোষনা করেন সহকারী পরিদর্শক মোঃ হুমায়ুন কবির।
উলেখ্য ৯ সদস্য বিশিষ্ঠ কমিটির আট জন সদস্য বিনা প্রতিদন্দিতায় আগেই নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোহাম্মদ বদিউজ্জামান , মোঃ হাবিবুর রহমান হাং, মোঃ হাবিবুর রহমান সেপাহী, মোঃ সামছুল হক খান, আব্দুর রাজ্জাক খলিফা, মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী, মোঃ জাহাঙ্গীর কাজী প্রমুখ। সুন্দর ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় সকল প্রার্থী সন্তোষ প্রকাশ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।