আশুলিয়ায় অজ্ঞাত কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২১শে অক্টোবর ২০১৯ ০৭:০১ অপরাহ্ন
আশুলিয়ায় অজ্ঞাত কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় সরকারি পশু খাদ্য কারখানার একটি লিচু গাছ থেকে অজ্ঞাত কিশোরের (১৬) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশ থেকে নেশাজাতীয় সলিউশন আঠা উদ্ধার করা হয়। পুলিশের ধারনা ওই কিশোর মাদকাসক্ত ছিলো।

সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় পশুখাদ্যে কারখানার বাউন্ডারির ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার পরনে লাল রংয়ের টি শার্ট এবং জিন্সের প্যান্ট ছিল। তবে তার পরিচয় সনাক্ত করতে পারিনি।

আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ তছলিম উদ্দিন জানান, দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে, পশু খাদ্য কারখানার একটি লিচু গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত কিশোরের মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

মৃতদেহের পাশ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে, তাতে মনে হয় ওই কিশোর নেশাগ্রস্থ ছিলো। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি সম্পুর্ন নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব