চলতি মাসেই বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা জুলাই ২০১৯ ১১:১৬ পূর্বাহ্ন
চলতি মাসেই বন্যার আশঙ্কা

চলতি বছরের জুন মাসে বৃষ্টিপাত, লঘুচাপ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল। জুন মাসে স্বাভাবিকের তুলনায় ৩৭ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হলেও জুলাই মাসে এই অবস্থার পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি (জুলাই) মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পাশাপাশি মাসের শেষার্ধে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপের রূপ নিতে পারে। এছাড়া মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে জুলাই মাসের মধ্যভাগে ও শেষার্ধে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ইনিউজ ৭১/এম.আর