টাঙ্গাইলে আগুনে পুড়লো তিন দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০১৯ ১২:৫৪ অপরাহ্ন
টাঙ্গাইলে আগুনে পুড়লো তিন দোকান

টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এলেঙ্গা পৌর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিহাতী ও টাঙ্গাইলের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, রাত সাড়ে ১১টায় বাজারের একটি ইলেক্ট্রনিক্সের দোকানে আগুন লাগে।

এতে আগুন পাশের একটি হার্ডওয়ার ও একটি ইলেকট্রনিকসের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কালিহাতী ও টাঙ্গাইলের দুইটি ইউনিট আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড ঘটেছে।

ইনিউজ ৭১/এম.আর