'প্রতিবন্ধীরা পরিচ্ছন্ন করল কুয়াকাটার সী-বীচ'

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জানুয়ারী ২০১৯ ০৭:৫৮ অপরাহ্ন
'প্রতিবন্ধীরা পরিচ্ছন্ন করল কুয়াকাটার সী-বীচ'

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রতিবন্ধী নারী-পুরুষরা পরিচ্ছন্ন করেছে প্রায় দেড় কিলোমিটার সমুদ্রের সী-বীচ। মঙ্গলবার শেষ বিকেলে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আয়োজনে সমুদ্র সৈকতের এ পরিচ্ছন্ন কমর্সূচীতে প্রায় দেড় শতাধিক প্রতবন্ধী অংশগ্রহন করে। এতে রংপুর, বগুড়া জেলাসহ কুয়াকাটা পৌরসভার স্থানীয় সংগঠনের সকল প্রতিবন্ধী সদস্যরা এ কর্মসূচীতে অংশ নেয়। নিদৃস্টস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য এডিডি ইন্টারন্যাশনাল সী-বিচে উন্নত মানের ৬টি ডাস্টবিন স্থাপন করেন। 

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, কুযাকাটা পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি খালেক খান, এডিডি ইন্টারন্যাশনাল’র ফিল্ড কো-অর্ডিনেটর জসিম উদ্দিন কবির, অমল কুমার প্রামানিক, প্রজেক্ট কো-অর্ডিনেটর আল্ল্মাা ইকবালসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে কুযাকাটাস্থ হীড বাংলাদেশ অডিটরিয়ামে প্রতিবন্ধীদের নিয়ে সংগঠনের উদ্যোগে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব