ব্রাহ্মণবাড়িয়া-২: স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৯ই জানুয়ারী ২০১৯ ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া-২: স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটারদের সরব উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত ৩ কেন্দ্রের পুন:ভোট গ্রহণ চলছে। সকাল ৮  টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এ আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও আওয়ামীলীগের কোনো প্রার্থী না থাকায় এই ৩ কেন্দ্রে মুলত লড়াই হচ্ছে ঐক্যফন্ট্র বিএনপি মনোনিত প্রার্থী সাবেক মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিনের মধ্যে।তিনটি ভোট  কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত রয়েছে প্রতি কেন্দ্রে ২৪ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য। এ ছাড়াও পুলিশের ১৩ টি মোবাইল ও ৭ টি স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাব, বিজিবি ২ প্লাটুন করে সদস্য।

গত ৩০ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনে এ আসনের ১৩২ টি কেন্দ্রের মধ্যে  ১২৯ টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে উকিল আব্দুস সাত্তার ৮২ হাজার ৭শত ২৩ ভোট আর তার নিকটম প্রতিদ্বন্ধি মঈন উদ্দিন কলারছড়ি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫শত ৬৪ ভোট। স্থগিত ৩টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭৪ জন। তার মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ১৬, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ৮৪০ এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ৭১৭ ভোট। উল্লেখ, ৩০ ডিসেম্বর ভোট চলাকালে নির্বাচনী এলাকার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। এরপরই এই তিন কেন্দ্রের ফলাফল স্থগিত করে আজ ৯ জানুয়ারি বুধবার  পুন: নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব