রোহিঙ্গা প্রত্যাবাসন নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: সোমবার ৭ই জানুয়ারী ২০১৯ ০৪:৩০ অপরাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসন নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ

মিয়ানমারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া ও রোহিঙ্গাদের অনীহার কারণে গত বছরের নভেম্বরে শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া। তাই নতুন বছরে নতুন সরকারের কাছে স্থানীয়দের দাবি দ্রুত সময়ে মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে। আর এ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। দু’দেশের চুক্তি অনুযায়ী, গত বছরের নভেম্বরে তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব নিয়ে রোহিঙ্গাদের অনীহা ও আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ার দাবি করায় বন্ধ হয়ে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম। এদিকে উখিয়া-টেকনাফে ১১ লাখের অধিক রোহিঙ্গা বসবাসের কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত স্থানীয়রা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়ার পর ১৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাবাসন শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 

মিয়ানমারের অনীহা সত্ত্বেও দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করার জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নিরাপত্তা বিশ্লেষক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের( কউক)চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ বলেন, নতুন সরকার এখন গঠন হবে। আমি মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবাসন অব্যাহত থাকবে। আর শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো:আবুল কালাম জানালেন, এ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন তিনি।আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সূচনা করা,এবং তার যাবতীয় প্রস্ততি শুরু করেছি সরকারের নিদের্শনা অনুযায়ী।বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর তালিকাভুক্ত ২ হাজার ২শ ৬০ জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের ১৫ নভেম্বর দেড়শ’ জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু যা আজও হয়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব