
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১২:২৪

গুমের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন রোধে সরকার নতুন করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ জারি করেছে। এতে গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটির গেজেট প্রকাশ করে। এতে গুমের অভিযোগ তদন্ত ও বিচার করতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে।
