প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:২১
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজ দেশের সব রাজনৈতিক দলের কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হচ্ছে। এ খসড়া জুলাই মাসজুড়ে চলা ধারাবাহিক সংলাপের ভিত্তিতে তৈরি হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সোমবারের (২৮ জুলাই) মধ্যেই এই খসড়া পাঠানো হবে এবং প্রতিটি দলের মতামত চাওয়া হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলগুলোর পাঠানো মতামত যদি বড় কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, তাহলে তা নিয়ে আলোচনার টেবিলে বসা হতে পারে। তবে আপাতত খসড়া নিয়ে সংলাপে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক রীয়াজ।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া মতামত খসড়ায় সন্নিবেশিত করে একটি পূর্ণাঙ্গ সনদ তৈরি করা হবে। এই সনদে থাকবে ভূমিকা ও পটভূমি এবং একটি সুস্পষ্ট অঙ্গীকারের অংশ।
এদিকে, আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২০তম দিনের মতো বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে এই আলোচনার নতুন পর্ব।
আজকের আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকছে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়গুলো। এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করার উপায় নিয়ে মতবিনিময় হবে।
এছাড়া আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে এবং সম্ভাব্য সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
জাতীয় সনদ তৈরি ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায় এবং কত দ্রুত চূড়ান্ত সনদের দিকে অগ্রসর হওয়া সম্ভব হয়।