প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:২৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের জন্য এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার তৈকাতং আর্মি ক্যাম্পের আওতাধীন আরবারি পাড়া এলাকায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারদের মাঝে নানাবিধ সেবা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া'র নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণকে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে ৩০ জন দরিদ্র পরিবারকে রেশন সামগ্রী প্রদান করা হয়। দলদলি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি এক হাজার লিটারের পানির ট্যাংকি প্রদান করা হয় যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পায়।
একজন বিধবা নারী ও ঘাগরাপাড়া মন্দিরকে পাঁচ বান টিন সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। পাশাপাশি দলদলি পাড়া ও শ্মশানটিলা বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ভূমিকা রাখবে।
স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে দলদলি পাড়া মন্দিরকে একটি হারমোনিয়াম প্রদান করা হয়েছে, যা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়ক হবে। এই সহায়তা পার্বত্য অঞ্চলের জনগণের মাঝে সৌহার্দ্য ও মানবিক বন্ধন দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখার উদ্দেশ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।