প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২৩:১৩
বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম দ্রুত ও দক্ষতার সঙ্গে চালু করার জন্য সরকারি কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি বলেছেন, বিশ্বের কোনো দেশেই এ ধরনের সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ তিনি আগে দেখেননি।
শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন লরেন ড্রেয়ার। বৈঠকে তিনি বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু বাংলাদেশে যে দ্রুততা ও দক্ষতা দেখেছি, তা সত্যিই অভাবনীয়। স্পেসএক্সের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও স্টারলিংকের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, “এখন বর্ষাকাল, প্রকৃতি সুন্দর হলেও বাস্তবতা হলো—বন্যা ও জলাবদ্ধতা মানুষের জীবনে দুর্ভোগ তৈরি করছে। এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য ইন্টারনেট কানেক্টিভিটি অপরিহার্য।”
তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাগুলোতে উন্নত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা জরুরি। কারণ এসব স্থানে যোগ্য শিক্ষক ও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ জন্য সরকার ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে, যাতে শিক্ষার্থীরা দূর থেকেও মানসম্মত শিক্ষা পেতে পারে।
ড. ইউনূস স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, “আমরা চাই অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা। ডিজিটাল হেলথ সার্ভিস চালু হলে মানুষ ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবে। চিকিৎসার ইতিহাস ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় ভবিষ্যতে চিকিৎসা দেওয়া সহজ হবে।”
তিনি আরও বলেন, “গর্ভাবস্থায় নারীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হবে। হাসপাতালে যেতে সহযোগীর প্রয়োজন না পড়লে তারা সহজেই ডাক্তার দেখাতে পারবেন।”
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি দেশে চালু হলে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।