প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২৩:২০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’ পালন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও গণআন্দোলনের স্মৃতিকে ধারণ করে নির্মিত দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল ‘হিরোস উইদাউট কেপস : প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’। দর্শকদের উপচেপড়া ভিড়ে চলচ্চিত্র প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ।
চলচ্চিত্র প্রদর্শনীর পর শুরু হয় ‘জুলাইয়ের গান’ পরিবেশনা। কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি ও সানি। পাশাপাশি পরিবেশনায় ছিল ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল। সংগীতানুষ্ঠানটি দর্শকদের মধ্যে বিপুল সাড়া জাগায়।
জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে আয়োজিত এই কনসার্টে মুক্তির গান, প্রতিবাদের গান এবং নতুন প্রজন্মের অনুপ্রেরণার সুরে মুখরিত হয় পুরো হাতিরঝিল অ্যাম্পিথিয়েটার। তরুণদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
গান পরিবেশনার পর প্রদর্শিত হয় ব্যতিক্রমী ড্রোন শো। জুলাই গণঅভ্যুত্থান ও তার প্রিলিউডকে কেন্দ্র করে এই শোতে আলো ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয় অনন্য দৃশ্য। উপস্থিত দর্শকরা মোবাইল ক্যামেরায় মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে। এই ধরনের উদ্যোগ তরুণদের গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনায় উজ্জীবিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মাসব্যাপী চলবে নানান সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে রয়েছে সেমিনার, নাটক, প্রদর্শনী এবং কনসার্ট। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে যুক্ত করে জুলাই আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।