প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:২৮
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন শনিবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে বলেছেন, দেশের সড়ক পরিবহন খাতের সব কার্যক্রম এক ছাতার নিচে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, বর্তমান সময়ে সড়ক ব্যবস্থাপনায় নানা জায়গায় সমন্বয়ের অভাব লক্ষ্য করা যায়, যা বিভিন্ন জটিলতা তৈরি করছে। কোনো কোনো লোকাল রোড হঠাৎ করেই হাইওয়ে’র সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু সেখানে যানবাহনের ধরণ নিয়ে কোন পরিকল্পনা নেই।
শেখ মঈনুদ্দিন আরো জানান, কোথাও সেতু নির্মিত হলেও তা সঠিকভাবে সংযোগ সড়ক দ্বারা যুক্ত নয়, ফলে সড়ক ব্যবস্থাপনায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা দূর করতে পরিবহন খাতকে একটি কেন্দ্রীয় কাঠামোর আওতায় নিয়ে আসা খুব জরুরি। তিনি বলেন, সড়ক পরিবহন খাতের উন্নয়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে।
জাতীয় সংলাপে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াছীন বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ছয় লাখ যানবাহনের কাগজপত্র হালনাগাদ হয়নি। এছাড়াও প্রায় ৭৮ হাজার যানবাহন ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে রাস্তায় চলছে। এসব যানবাহনের তথ্য ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশের কাছে প্রদান করা হয়েছে, যার মাধ্যমে তারা দ্রুত ব্যবস্থা নেবে।
রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত এই সংলাপের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শৃঙ্খলা ও টেকসই উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। বাজেটে পরিবহন খাতের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রদান হলে দেশের সড়ক পরিবহন ব্যবস্থা আরো উন্নত হবে।
এই সংলাপে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। আগামী সময়ে সড়ক পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। এসব উদ্যোগ দেশের যানজট কমাতে এবং যাত্রী ও পরিবহন সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।