প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৯:৪৬
মাদারীপুরে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০২২ ও ২০২৩ সালের মোট ৩১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিফা বাশার এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবিতা রানী মালো। অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তারা শুধু বিদ্যালয় নয়, পুরো জেলার গর্ব। এ ধরণের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের সাফল্যের জন্য পথ দেখাবে।
তিনি আরও বলেন, শুধু ভালো ছাত্র হলেই হবে না, ভালো মানুষ হতে হবে। এই শিক্ষার্থীরা যেন সমাজে আলোর বার্তা নিয়ে আসে—এটাই আমাদের প্রত্যাশা। এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের সহানুভূতি ও নিরলস পরিশ্রম ছাড়া শিক্ষার্থীদের এই অর্জন সম্ভব হতো না।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। তারা সবাই জানান, এমন সম্মাননা পেয়ে তারা আরও উৎসাহিত এবং ভবিষ্যতে পড়াশোনায় আরও ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অতিথিদের মাঝে এক মনোজ্ঞ পরিবেশে চা-চক্র ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।