বরিশালের হিজলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন ভুক্তভোগীরা। সোমবার (২১ জুলাই) দুপুরে হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের চর বিশকাঠালি এলাকায় জমি ফিরে পাওয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা।
ভুক্তভোগীরা জানান, চর বিশকাঠালি একসময় হিজলা উপজেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এলাকা পুনর্বিন্যাসের মাধ্যমে তা শরীয়তপুর জেলার গোসাইরহাটের অন্তর্ভুক্ত হয়। হিজলা অংশ থাকাকালীন প্রায় ৭০০ একর জমি ৬০০ ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়। পরে এসব জমি নদীগর্ভে বিলীন হয়ে গেলেও ভবিষ্যতের আশায় নিয়মিত খাজনা প্রদান করতেন ভূমিহীনরা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, সম্প্রতি চরটি পুনরায় জেগে উঠলে তারা জমি চাষ করতে গেলে ভূমিদস্যু খোকা বেপারী তাদের বাধা দেয়। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করে রাখেন এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সরকার পরিবর্তনের পরেও বিএনপির কিছু নেতার ছত্রছায়ায় তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন।
ভূমিহীনরা আরও জানান, খোকা বেপারীর সঙ্গে শরীয়তপুরের সুমন মৃধা নামে আরও একজন ভূমিদস্যু যোগ দিয়েছেন। তিনিও একইভাবে জমি দখলের চেষ্টা করছেন। তাদের কারোরই হিজলায় স্থায়ী ঠিকানা নেই। তারা অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী কৃষকরা চলতি বছরের খাজনা পরিশোধের প্রমাণ তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বিশ্বাস করেন, প্রশাসন উদ্যোগ নিলে জমিগুলো দখলমুক্ত হবে এবং প্রকৃত মালিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।