প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:৫৯
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি সোমবার দুপুরে ঘটে এবং তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও তাদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থল থেকে অন্তত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ২৮ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে শিশু, কিশোর এবং শিক্ষকের পাশাপাশি একাধিক অভিভাবকও রয়েছেন বলে জানা গেছে।
দগ্ধদের তালিকায় রয়েছেন শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), নিলয় (১৪), সামিয়া এবং আরও কয়েকজন। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি স্কুল ভবনের উপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই দুর্ঘটনার সময় স্কুলে শ্রেণিকক্ষে পাঠদান চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মুহূর্তেই আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে।
বিমানবাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে ভিড় করে অভিভাবক ও স্বজনরা। অনেকে এখনও প্রিয়জনের খোঁজে পাগলপ্রায়।
ইতিমধ্যে দুর্ঘটনাকবলিত এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।