প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৩:২
অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।
রিজওয়ানা হাসান বলেন, ‘আমি শুরু থেকেই বলে এসেছি যে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণ করেছেন। আমাদের পক্ষ থেকে এটি একদিনও পিছানো সম্ভব নয়। কাজেই এই নিয়ে ভিন্ন কোনো আলোচনা অবান্তর।’
ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, কিছু গুরু দায়িত্ব রয়েছে, যেগুলো পালনের জন্য সময় নির্ধারণ থাকতে পারে। এ বিষয়ে সবকিছু প্রধান উপদেষ্টার কাছ থেকেই জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
চাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা পারফর্ম করতে পারছি কি না, সেটাই আমাদের জন্য প্রধান চাপ। এর বাইরে কোনো বাহ্যিক চাপ নেই।’ তিনি আরও বলেন, ‘আপনি সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে—এসব সমস্যার সমাধান আলাপ-আলোচনার মাধ্যমেই সম্ভব।’
পরিবেশ সংক্রান্ত বিষয়ে রিজওয়ানা হাসান জানান, ঢাকার চারটি প্রধান নদী—বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী—দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে সমঝোতা হয়েছে। এই প্রকল্পের আওতায় তুরাগ নদী পরিষ্কারের মাধ্যমে কাজ শুরু হবে।
তিনি বলেন, গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে এবং মধুপুরে তাদের ভূমি জটিলতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এটি বন ও পরিবেশ উপদেষ্টা হিসেবে তার দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন।
রিজওয়ানা হাসান জানান, আগামী ২৪ মে টাঙ্গাইলের মধুপুর এলাকার বন সীমানা নির্ধারণের কাজ শুরু হবে। এই কার্যক্রমের মাধ্যমে গারো জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি অনুষ্ঠানের শেষে বলেন, দায়িত্ব পালনের প্রশ্নে আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় রেখে সরকার কাজ করে যাচ্ছে, এবং এই ধারা বজায় থাকলে নির্ধারিত সময়েই জাতি একটি শান্তিপূর্ণ নির্বাচন পাবে।