প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৪২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
আগামী কুরবানির ঈদে লোডশেডিং থাকবে সর্বনিম্ন এবং রাজধানীসহ সারাদেশে যানজট নিয়ন্ত্রণে থাকবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঈদযাত্রা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ঈদ উৎসবকে ঘিরে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি, রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ঈদকে ঘিরে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
গত রমজানে ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার প্রশংসা কুড়ায়। এছাড়াও ঈদযাত্রা ছিল আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক। যানজট ছিল চোখে পড়ার মতো কম। দীর্ঘ ৯ দিনের ছুটিতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছেন।
এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় সরকার। এজন্যই আগামী কুরবানির ঈদকে সামনে রেখে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। বৈঠকে মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এবার একক মন্ত্রণালয় নয়, বরং একটি ইউনিট হিসেবে কাজ করছে তারা।
তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবেশ আগের মতো নোংরা থাকেনি। পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। তিনি এটিকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন যেখানে সরকারি-বেসরকারি খাত একসঙ্গে কাজ করেছে।
ঈদের সময় যাতে কেউ দায়িত্বে অবহেলা না করে, সেজন্য কর্মকর্তারা ছুটি না নিয়ে মাঠে ছিলেন বলে জানান উপদেষ্টা। এই তৎপরতা ধরে রাখলে কুরবানির ঈদেও জনভোগান্তি থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, এবারের ঈদুল আজহা হবে পরিকল্পিত ও সুশৃঙ্খল। মানুষ নিরাপদে গ্রামে যাবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এবং যানজটে ভোগান্তিতে পড়বে না।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।