প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:১২
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৫ বছর পর অনুষ্ঠিত হলো পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠককে ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন’ বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।