রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্প এর আওতায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে তিনদিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল চারটায় উপজেলা চত্বরে কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সার্জন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, আইসিটি অফিসার জান্নাতুন সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে কৃষি পণ্যর উৎপাদন বৃদ্ধি করতে কৃষি পরামর্শ নিয়ে কৃষকদের পণ্য চাষের আহবান জানান বক্তারা।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, আগামী দিনে কৃষিতে হাকিমপুর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ার লক্ষ্য কৃষি অফিস কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এবারের মেলায় ১৪টি স্টলে বিভিন্ন কৃষি পণ্যর প্রদর্শনীর ব্যবস্থা করেন নার্সারী ও স্টল মালিকরা।
এতে প্রথম হয়েছেন 'বন্ধু ফাউন্ডেশন, দ্বিতীয় স্নেহা মাশরুম, তৃতীয় বলরামপুর কৃষক গ্রুপ। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ৫ জন কৃষককে সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয় এবং ১০০ জন কৃষককে, চায়না-৩ লিচু, থায়-১০ পেয়ারা, জাম, উন্নত জাতের আম ও লেবু গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।