খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি অভি দে (৩০) কে আটক করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মহালছড়ি থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
আটক অভি দে মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দের ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
তিনি উপজেলার পাশাপাশি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তার বিরুদ্ধে ২৪-এর ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রামে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।"
আটকের পর পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন ওসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।