উদ্বিগ্ন স্বজনদের ভিড় ঢাকা মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০১৯ ০৬:৫০ অপরাহ্ন
উদ্বিগ্ন স্বজনদের ভিড় ঢাকা মেডিকেলে

বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনার পর ওই ভবনে আটকে পড়া ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই হাসপাতালে আহত হয়ে এসেছেন একজন। তিনি শ্রীলঙ্কার নাগরিক ইন্ডিকা মারসিলিন (৪৬)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকেই ভিড় জমিয়েছেন। ওই ভবনে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েই মেডিকেলে এসেছেন তারা।
এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির অষ্টম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় অনেকেই জীবন বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফ দিলে আহত হন।