ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে শান্তিপূর্ণভাবে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এশিয়ার বৃহত্তম ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায় করা হয়। জামাত শুরুর অনেক আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকায় মুসল্লিরা ছড়িয়ে পড়েন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে, লাখো কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। শোলাকিয়ায় এবার প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার।