এবার এলিফ্যান্ট রোডে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০১৯ ০৪:৫৭ অপরাহ্ন
এবার এলিফ্যান্ট রোডে আগুন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার এলিফ্যান্ট রোডে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শর্ট সার্কিট থেকে এফআর টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।

এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার উদ্ধার কাজে যোগ দিয়েছে। এ ঘটনায় আহত ২৫ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভবনের ভেতর বহু লোক আটকা পরে রয়েছেন বলে স্থানীয় ও ওই ভবনে কর্মরতরা জানিয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর