
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৫:৩

ঢাকায় ঈদযাত্রার সময় সাধারণত ট্রেনের টিকিট কালোবাজারি একটি বড় সমস্যা হয়ে থাকে। তবে এবারের ঈদযাত্রায় সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করেছে যাত্রীদের সুষ্ঠু এবং স্বস্তিদায়ক যাত্রা। গত রবিবার (৩০ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঈদযাত্রায় রেলওয়ের লোকজনসহ কিছু অসাধু সিন্ডিকেট রূপায়িত হলেও, এবার তাদের নজরদারি ও কঠোর শাস্তির ফলে তারা কার্যক্রম চালাতে পারেনি।
