খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্য বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মাইজপাড়া ক্রিকেট একাদশ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে বুধবার (২৭ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় জমাদার বাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে জমাদার বাড়ি ক্রিকেট একাদশ ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৭৫ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশ। খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আলী আজগর। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর কুতুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেতাগী ইউপি সদস্য জানে আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, উপজেলা যুবলীগ সদস্য সোহেল খাঁন, ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগ সভাপতি জিয়াউদ্দিন আহমেদ বাবর, প্রবাসী ইসকান্দর হোসেন, ছাত্রলীগ নেতা নওশাদ মুন্না, ইকবাল হোসেন সবুজ, মো. সোহেল, তানজীল আহমেদ জয়, মো. সাজ্জাদ, মো. সাকিল, মো. কামাল, মো. রানা, মো. মানিক, মো. আজাদ, মো. সিরাজ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।