মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ॥ দ্রুত বিচারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন
মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ॥ দ্রুত বিচারের নির্দেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।


শিশুটির মৃত্যু হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়। দুপুর ১টায় মৃত্যুর আগ মুহূর্তে তার শরীরের তিনটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যার মধ্যে শেষবারের প্রয়াসেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হয়, তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।


৮ মার্চ শিশুটিকে মাগুরা থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় সংকটাপন্ন অবস্থায়। তার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশের সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।