গোয়ালন্দে সাবেক এমপির পরিত্যক্ত ভিটায় রহস্যজনক আগুন, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৭ই জানুয়ারী ২০২৫ ১২:১৩ অপরাহ্ন
গোয়ালন্দে সাবেক এমপির পরিত্যক্ত ভিটায় রহস্যজনক আগুন, এলাকায় আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন পরিত্যক্ত ভিটায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার কিছু আগে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। এই ভিটাটি শেখ হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর মালিকানাধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 


স্থানীয়রা জানান, হঠাৎ করে তারা ভিটায় আগুন দেখতে পান এবং দ্রুত গোয়ালন্দ ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঘটনাটি হঠাৎ ঘটে যাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। 


গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আব্দুল বাসেদ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নেভাতে সক্ষম হন। তিনি বলেন, পরিত্যক্ত এ ভিটায় কোনো স্থাপনা ছিল না, শুধু বড় ঘাস ও আবর্জনা পুড়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


ঘটনাস্থলে উপস্থিত একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ভিটাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জায়গাটিতে প্রায়ই অপরিচিত লোকজন দেখা যায়। আগুন লাগার পর থেকেই এলাকায় এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, ভিটাটির আশপাশে থাকা স্থানীয় বাসিন্দাদের ভীত করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। 


স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি বড় ধরনের কোনো ক্ষতির কারণ না হলেও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এলাকাবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। 


সাবেক এমপি কাজী কেরামত আলীর পরিবার থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তার সমর্থক এবং বিরোধী পক্ষের মাঝে কিছুটা রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। 


এ ঘটনায় এলাকায় একধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।