জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ভারতের প্রতি আহ্বান উপদেষ্টা মাহফুজ আলমের

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪ ১১:১২ পূর্বাহ্ন
জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ভারতের প্রতি আহ্বান উপদেষ্টা মাহফুজ আলমের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থান ও ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। তিনি সতর্ক করে দিয়েছেন, এই ঐতিহাসিক ঘটনাকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের ভিত গড়তে চাইলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।  


বুধবার (৪ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।  


মাহফুজ আলম বলেন, “ভারতের উচিত পোস্ট-৭৫ প্লেবুক বদলে বাংলাদেশের নতুন বাস্তবতা গ্রহণ করা। এটা ৭৫-পরবর্তী পরিস্থিতি নয়। জুলাই বিপ্লব ছিল গণতান্ত্রিক, প্রজন্মভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম, যা দীর্ঘমেয়াদে চলতে থাকবে।"  


তিনি আরও লেখেন, "বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো নেই। তারা ঐক্যবদ্ধ, মর্যাদাবান এবং তাদের অধিকার রক্ষার জন্য সবসময় লড়াই করতে প্রস্তুত। কেউ যদি মনে করে জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদীদের নৃশংসতা ভুলে গিয়ে পরিস্থিতি শান্ত হবে, তবে তা একটি ভুল ধারণা। মানুষ সবকিছু দেখছে এবং তাদের অবস্থান পরিষ্কার করছে।”  


ভারতের ভূমিকাকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, “জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি, হিন্দু-বিরোধী বা ইসলামপন্থীদের ক্ষমতা দখল বলে চিত্রিত করার অপচেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকায় এই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।”  


তিনি আরো যোগ করেন, “দিল্লি না ঢাকা? অবশ্যই ঢাকা! এই স্লোগান এখন দেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। বাংলাদেশ আজ একটি ঐক্যবদ্ধ ও মর্যাদাবান জাতি।”  


মাহফুজ আলম সতর্ক করে বলেন, "ভারতের উচিত এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে শত্রু না ভাবা। বরং দুই দেশের মঙ্গলের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা জরুরি।"  


তিনি জোর দিয়ে বলেন, “৭১-এর পর রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার আমরা সফল হব। আল্লাহ ভরসা!”  


উল্লেখ্য, মাহফুজ আলমের এই বক্তব্য দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।