অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে দেশে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই মার্চ ২০২৩ ০৬:৪৯ অপরাহ্ন
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে দেশে : প্রধানমন্ত্রী

দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে কাতার সফর বিষয়ে এই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


এর আগে বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।


এখন দেশ এগিয়ে যাবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, এর মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, এটাকে কিছু করতে পারব। হয়তো সাময়িক কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা মোকাবিলা করবে আমাদের জনগণ।


প্রধানমন্ত্রী বলেন, ‘এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ব্যাপারে অনেকের কাছে দ্বিধাদ্বন্দ্ব থাকে। অনেক সময় এই সুযোগ পেয়েও গ্রহণ করে না। যেহেতু করোনা দেখা দিল, তখন একটু দ্বিধাদ্বন্দ্ব অনেকের ছিল যে এটা এখনই গ্রহণ করা সম্ভব কি না। আমি কিন্তু বলেছি, আমরা পারব। যে কারণে জাতিসংঘের সাধারণ পরিষদে এটা অনুমোদিত হয়ে গেছে। কাজেই আমরা সেই সুযোগ নিয়েছি।’