সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আকস্মিক বিদেশযাত্রা নিয়ে প্রশাসনে আলোচনার ঝড় উঠেছে। বিষয়টি আরও স্পষ্ট করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
১১ মে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সাবেক সামরিক কর্মকর্তা ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সাবেক রাষ্ট্রপতি কিভাবে ৭ মে বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেছেন,
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্বে কোনো ব্যত্যয় করেছে কি না,
এবং এতে কারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ও তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে।
কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তারা প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং ব্যক্তিগত সাক্ষাৎ গ্রহণের মাধ্যমে তদন্ত পরিচালনা করতে পারবে।
বিশেষজ্ঞরা বলছেন, সাবেক রাষ্ট্রপতির এমন বিদেশ গমন অভূতপূর্ব এবং এতে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া জরুরি। তদন্তের ফলাফলে ভবিষ্যৎ রাষ্ট্রপতির গতিবিধি সংক্রান্ত নীতিমালা স্পষ্ট হতে পারে বলেও অনেকে মত প্রকাশ করেছেন।