কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সেনানিবাস পরিদর্শনে গেলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। সেনানিবাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খানসহ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কামালপুরে তার বাবা হাজী মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) তিনদিনের সফরে কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফর শেষে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় ফেরেন রাষ্ট্রপতি।
আগামী ২৮ ফেব্রুয়ারি চালু হচ্ছে মিঠামইন সেনানিবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।