জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আয়োজন ‘কবিতা প্রহর’। শনিবার বিকেলে হেমনগরের ঐতিহাসিক নিধুবনের ঘাটে কবিতা প্রেমী গোপালপুরবাসীর উদ্যোগে এই আয়োজন হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালপুর তথা উত্তর টাঙ্গাইলের খ্যাতনামা সাহিত্যিক অধ্যাপক বানীতোষ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, যিনি কবিতা প্রহরের মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের হৃদয় জয় করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্জু আনোয়ারা ময়না’পা। গোপালপুর বৈরান সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বজিৎ চক্রবর্তী।
উত্তর টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাহিত্যপ্রেমীরা এই আয়োজনে অংশ নেন এবং কবিতা, আলোচনা ও সংগীত পরিবেশনার মাধ্যমে নজরুল ও রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। ‘কবিতা প্রহর’ হয়ে উঠেছিল এক অনন্য সাহিত্য মিলনমেলা।