রানার আগুনে বোলিং ও জাকেরের লড়াই, লিডে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন
রানার আগুনে বোলিং ও জাকেরের লড়াই, লিডে এগিয়ে বাংলাদেশ

কিংস্টন টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ২১১ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। নাহিদ রানার দুর্দান্ত বোলিং এবং দলের ইতিবাচক ব্যাটিং পারফরম্যান্স বাংলাদেশের জয় সম্ভাবনা উজ্জ্বল করেছে।  


প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ রানা ৬১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন। তার পাশাপাশি অন্যান্য বোলাররাও দারুণ সমর্থন দেন। প্রতিপক্ষের পুরো দল মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন এবং দেশের বাইরে সর্বনিম্ন স্কোর।  


প্রথম ইনিংসে ১৮ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যদিও শুরুতে মাহমুদুল হাসান জয় শূন্য রানে ফিরে যান, তবে বাকি ব্যাটাররা ইতিবাচক ব্যাটিং করেন। শাহাদাত দীপু ২৮ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন। তার সঙ্গে সাদমান ইসলাম দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়েন।  


সাদমান এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৭০ রানের আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে স্কোর বাড়ান। পরে জাকের আলী অনিক এবং লিটন দাস দলের লিড আরও বাড়িয়ে ৫২ বলে ৪১ রানের কার্যকর জুটি গড়েন।  


দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৯৩ রান। ক্রিজে রয়েছেন জাকের আলী অনিক ২৯ রানে এবং তাইজুল ইসলাম ৯ রানে অপরাজিত।  


চতুর্থ দিনের খেলা বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল অসুস্থ থাকায় মুমিনুল হক ব্যাটিংয়ে নামতে পারেননি, তবে আজ তাকে পাওয়া যেতে পারে। টাইগাররা আজ লিড আরও বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় লক্ষ্য দিতে চায়।  


দেশবাসী তাকিয়ে আছে, সাহসী ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ যেন আরও একটি স্মরণীয় জয় উপহার দিতে পারে।