প্যারিস, ফ্রান্স; সেপ্টেম্বর ০৭, ২০২৪ ঃ মৌলভীবাজারের কুলাউরা উপজেলার শারিফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৪ বছর বয়সী স্কুলছাত্রী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার ঘটনায় প্যারিস ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।
জেএমবিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণা দাসকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। নিরস্ত্র বাংলাদেশী নাগরিকের ওপর বিএসএফের অতিরিক্ত প্রাণনাশী অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অজুহাতহীন। এই ঘটনায় একটি নিরপরাধ কিশোরীর জীবননাশ ও অন্যান্যদের আহত হওয়া অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।
স্বর্ণা দাস, একজন মেধাবী ছাত্রী, তার মায়ের সাথে সীমান্ত পার হয়ে ভারতের ত্রিপুরায় তার ভাইকে দেখতে যাওয়ার সময় এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জেএমবিএফ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা এবং ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সিমন বলেন: "মৌলভীবাজারে বিএসএফ কর্তৃক স্বর্ণা দাসের হত্যার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। কোন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিরপরাধ নাগরিকদের, বিশেষ করে শিশুদের হত্যা করতে পারে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অমানবিক কার্যকলাপ নিন্দা করার এবং ভুক্তভোগী ও তাদের পরিবারগুলির জন্য ন্যায়বিচারের দাবি করার আহ্বান জানাচ্ছি।"
জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন: "বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। গুলি করে বাংলাদেশী নাগরিক হত্যা শুধু ভারত-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের যৌথ নির্দেশাবলীর লঙ্ঘন নয়, মৌলিক মানবাধিকারেরও চরম লঙ্ঘন। ভারতীয় সীমান্ত বাহিনী মানব মর্যাদা রক্ষা করে আইনগত সীমার মধ্যে যেন কাজ করে তা ভারতীয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।"
জেএমবিএফ ভারত সরকারকে অবিলম্বে নিরপরাধ নাগরিকদের বিরুদ্ধে এই অবৈধ এবং সহিংস কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বারবার হত্যাকাণ্ড ও আহত হওয়ার ঘটনা বন্ধ হওয়া উচিত বলে জেএমবিএফ বিশ্বাস করে।
সংগঠনটি ভারত সরকারকে সীমান্তে সকল হত্যাকাণ্ড, আহত হওয়া এবং অপহরণের ঘটনার ব্যাপক তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ন্যায়বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। জেএমবিএফ স্বর্ণা দাসের পরিবার এবং এই ঘটনায় অন্যান্য সকল ভুক্তভোগীর প্রতি পূর্ণ সহানুভূতি জানাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।