জীবনযুদ্ধ/জেলেদের জীবনযাপন

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ৮ই মে ২০২২ ০৮:২৬ অপরাহ্ন
জীবনযুদ্ধ/জেলেদের জীবনযাপন

ওরা বগুড়া থেকে এসেছিলো যমুনা নদীতে মাছ ধরতে।মাছ ধরে সকালে বিক্রি করে তারপর সেই টাকা দিয়ে চাল,ডাল,সবজি কিনে নিজেরাই রান্না করছে যমুনা নদীর পাড়ে।জীবনে বেঁচে থাকার তাগিদে এসব মানুষ সারারাত নদীতে মাছ শিকার করে তারপর নিজেদের খাবার তৈরি করতে হয় নিজেদেরই।জীবনযুদ্ধে এসকল মানুষ কঠোর পরিশ্রম করে ভাগ্য বদলাতে মরিয়া।

ছবিটি যমুনা নদীর ভূঞাপুরের খানুরবাড়ী অংশ থেকে তোলা।