কুমিল্লার দেবীদ্বারে এক মর্মান্তিক ঘটনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠেছে তার চাচাতো মামার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুপুরে শিশুটিকে চিপস খাওয়ার প্রলোভন দেখিয়ে চাচাতো মামা হাসান (১৮) নিজ ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসানকে আটক করে।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি গোপন রেখে রাতে সালিশের আয়োজন করেন। তবে সমঝোতা না হওয়ায় সালিশ ভেঙে যায় এবং হাসানকে ছেড়ে দেওয়া হয়। পরে শিশুটির মা সোমবার দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলায় হাসানের পিতা সাইফুল ইসলাম বাবুল (৪৫) ও মা হালিমা বেগম (৩৮)-কেও অভিযুক্ত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) 'খ' ধারায় এই মামলা করা হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, শিশুটির ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে এবং তাকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসান এখনও পলাতক রয়েছে এবং তাকে আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবার এখন আতঙ্কে রয়েছে। তারা দ্রুত অভিযুক্তের বিচার চান এবং শিশুটির সুরক্ষা নিশ্চিত করতে চান। পুলিশ বলছে, মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।