https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রেমে প্রত্যাখাত হয়ে কলেজ ছাত্রীকে মারধর ছাত্রলীগ নেতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ৩:১০

শেয়ার করুনঃ
প্রেমে প্রত্যাখাত হয়ে কলেজ ছাত্রীকে মারধর ছাত্রলীগ নেতার

ব‌রিশাল সরকারি ব্রজ‌মোহন (‌বিএম) ক‌লে‌জের এক ছাত্রী‌কে রাস্তায় ফে‌লে মারধ‌রের অভিযোগ উঠে‌ছে সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র ও ছাত্রলীগ নেতা নুজাইম ইসলাম শাওনের বিরু‌দ্ধে। এ ঘটনায় ক‌লেজ কর্তৃপক্ষ ও থানায় লিখিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছে মারধ‌রের শিকার ওই ছাত্রী।

রোববার (২৩ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় ক‌লে‌জের প্রথম গে‌টের সাম‌নে এ ঘটনা ঘ‌টে। মারধ‌রের শিকার ছাত্রী বিএম ক‌লে‌জের রাষ্ট্রবিজ্ঞান বিভা‌গের দ্বিতীয় ব‌র্ষের ছাত্রী।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ঘটনায় সোমবার (২৪ জানুয়ারি) দুপু‌রে বিএম কলেজ প্রশাসন ও কোতোয়ালি মডেল থানায় পৃথকভাবে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রী জানায়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র নুজাইম ইসলাম শাওন বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করতো। এক বছর আগে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ওই ছাত্রীর পরিচিতজনের কাছে একাধিকবার হুমকি দিয়েছে। সবশেষ রোববার সন্ধ্যায় বিএম কলেজের প্রথম গে‌টের সাম‌নে মূল রাস্তার মধ্যে আটকে মারধর করে। মারধরে হাতের মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়। মারধরের ঘটনা কাউকে জানালে নুজাইম শাওনের সহযোগী বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাগর ওই ছাত্রীকে কলেজে ঢুকতে দেবে না বলে হুমকি দেয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কোতোয়ালি ম‌ডেল থানার ওসি আজিমুল করিম জানান, ছাত্রীকে মারধরের ঘটনায় নুজাইম ও সাগর না‌মে দুইজনের নামে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।

অন্যদিকে, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়ে গেছেন। আমরা প্রফেসর আক্তারুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন পেলেই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে এসে ও জীবন যুদ্ধে হার মানতে রাজি নয় প্রায় নব্বই বছরের ফজলুল হক। শীররের চামড়া গুলো টান ধরে শুকিয়ে গেছে। বয়সের ভাড়ে কমর বাঁকা হয়ে গেছে। এরপর ও নিজে কর্ম করে হালাল পথের আয় দিয়ে বাকি জীবন কাটাতে চায় ফজলুল হক। তাই দুই হাতে পাপড় এর বস্তা নিয়ে 'লাগবে না কি পাপড় এই যে লাগবে না কি

উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

ঢাকার প্রাণকেন্দ্র উত্তরার মাসকট প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন ফাস্টফুড রেস্টুরেন্ট ‘বার্গার ব্যাশ’। মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মোরশেদ আলমের মালিকানায় পরিচালিত এই রেস্টুরেন্টটি ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদের অভিজ্ঞতা এনে দেবে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাদ্যপ্রেমী অতিথি ও রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা জানান, ‘বার্গার ব্যাশ’ আন্তর্জাতিক মানের সুস্বাদু বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচসহ নানা ফাস্টফুড আইটেম পরিবেশন করবে। গুণগত মান ও সাশ্রয়ী

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) গত কয়েক মাস ধরে লিবিয়ায় ছিলেন, তাদের জীবন ছিলো মানবপাচার চক্রের শিকার। হত্যার পর খুনিরা পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়, যা দেখে স্বজনদের আহাজারি থামছে না। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়ের

কেমন কাটবে ২০২৫, যা বলছে আপানার জন্ম তারিখ?

কেমন কাটবে ২০২৫, যা বলছে আপানার জন্ম তারিখ?

বছর প্রায় শেষ। সারা বছর সুখ, দুঃখ মিলিয়ে কেটেছে প্রত্যেকের জীবন। নতুন বছরের অপেক্ষায় সবাই। প্রত্যেকেই জানতে চান ২০২৫ কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুসারেও ব্যক্তির ভবিষ্যত, প্রকৃতি, এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল ব্যক্তির মূলাঙ্ক বা লাকি নম্বর। ধরা যাক, কোনও ব্যক্তি

ঠান্ডায় কাঁপছেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

ঠান্ডায় কাঁপছেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছেন বর। সেই অবস্থাতেই মালাবদল হয়েছিল। কিন্তু তার পর এক সময়ে মণ্ডপের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর। এই দেখে আর এগোতে সাহস পাননি তরুণী। তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দিয়েছেন। তাঁর আশঙ্কা, বর অসুস্থ। কোনও অসুখের কথা তাঁর কাছে গোপন করা হয়েছে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়েই সেই আশঙ্কা প্রকাশ করেন কনে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে