টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী বাজারে চাউল ব্যবসায়ীরা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল ব্যবসায়ী আলম মন্ডলকে ১০ হাজার, আ: গফুরকে ১৫ হাজার এবং আরিফুল ইসলামকে ১০ হাজারসহ ৩ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান জানান, পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাউল মোড়ক জাত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।