জামালপুরে বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: সোমবার ৩রা মার্চ ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন
জামালপুরে বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

জামালপুরে বাস সার্ভিস সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা আজ (৩ মার্চ) সকাল ১২টার দিকে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। বিক্ষোভে তারা রাজিব বাস বন্ধের দাবি জানিয়ে পুরো জেলার বাস সার্ভিস সংস্কারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ছাত্র আন্দোলনের সদস্যরা অভিযোগ করেন, জামালপুরে রাজিব বাসের কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তারা এই বাসটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছিলেন।


এদিকে, এই বিক্ষোভের প্রতিবাদে একই স্থানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, আলোচনা করার জন্য যখন ডাকা হয়, তখন ছাত্ররা মারমুখী হয়ে ওঠে, যা এক শ্রমিকের আহত হওয়ার কারণ হয়। শ্রমিকরা জানায়, নিরাপত্তার স্বার্থে তারা জেলার সমস্ত বাস, মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করেছেন।


প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলায় পুরো এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, তবে রাজিব বাস চলতে দেওয়া হবে না। যদি এতে কোনো পরিবর্তন হয়, তবে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে পারি।"


এদিকে, জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, শ্রমিকদের নিরাপত্তার জন্য তারা বাস, মিনিবাস এবং সিএনজি চলাচল বন্ধ রেখেছেন। তিনি অভিযোগ করেন, ছাত্ররা তাদের সাথে আলোচনা করতে যাওয়ার সময় উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠে, যার ফলে শ্রমিক আহত হয়।


জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানিয়েছেন, "বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।"


এ ঘটনার পর, স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছে।