সরাইলে নদী ভাঙ্গন এলাকা প‌রিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২৩শে আগস্ট ২০২১ ০৯:৩৩ অপরাহ্ন
সরাইলে নদী ভাঙ্গন এলাকা প‌রিদর্শনে ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীর পানি  বৃ‌দ্ধির নদী ভাঙ্গনে উপজেলা পানিশ্বর এলাকা নৌকায় যোগে সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও।

সোমবার (২৩ আগস্ট) দুপু‌রে উপ‌জেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো. আরিফুল হক মৃদূল।সঙ্গে ছিলেন,সরাইল উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. সালাহ উদ্দিন। এসময় তারা উপ‌জেলার পানিশ্বর ইউ‌নিয়‌নের শাখাইতি গ্রা‌মে ভাঙন দে‌খে তা রো‌ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ‌ণ করা হ‌বে ব‌লে স্থানীয়দের আশ্বাস দেন। 



সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল মেঘনা  নদী‌তে ভাঙ্গন শুরু হ‌য়ে‌ছে। স‌রেজ‌মিন ভাঙন এলাকা প‌রির্দশন ক‌রে ইউএনও বলেন, ভাঙ্গন   রো‌ধে পা‌নি উন্নয়ন বোর্ড‌কে দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  রঞ্জন কুমার দাস সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেঘনা নদীর পানিশ্বর এলাকায় তিনটি কাজের অনুমোদন করা হয়েছে, ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ হলে খুব দ্রুত ভাঙন‌ রো‌ধে  কাজ শুরু হ‌বে।