মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে লেবু, শশা ও কলার দাম দিগুণ বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সরেজমিনে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। রোজার বাজার একসঙ্গে কিনতে গিয়ে অনেক ক্রেতাই তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই এক বাজার থেকে অন্য বাজারে ছোটাছুটি করছেন, তবুও তেল সংগ্রহ করতে পারছেন না। সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে কিছু ক্রেতা পামওয়েলসহ অস্বাস্থ্যকর তেল কিনতে বাধ্য হচ্ছেন। আবার নামেমাত্র কয়েকটি দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও তা নির্ধারিত দামের চেয়ে ২৫-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
বাজারে সয়াবিন তেলের সংকটের কারণে ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আশিকুর রহমান নামে এক ক্রেতা জানান, তিনি শহরের বিভিন্ন দোকান ঘুরে সয়াবিন তেল পাননি। পরে, কালিঘাট রোডের তারেক স্টোর থেকে তীর কোম্পানির ৫ লিটার তেল কিনেছেন, তবে তা ৮৮০ টাকায় বিক্রি করা হয়েছে, যা ৮৫২ টাকার বেশি। এনামুল হক নামে এক ক্রেতা জানান, তিনি সাতটি দোকান ঘুরেও সয়াবিন তেল পাননি। তবে, একটি দোকানে ১ লিটার তেল পেয়ে তা নির্ধারিত দামের চেয়ে ২০ টাকা বেশি দিয়ে কিনেছেন। এছাড়া খোলা সয়াবিন তেলও লিটার প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
এ বিষয়ে শ্রীমঙ্গল শহরের কিছু ব্যবসায়ী জানান, সয়াবিন তেলের সংকটের কারণে তারা তেল বিক্রি করতে পারছেন না। জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ী বলেন, সয়াবিন তেল কিনতে তিনি একাধিকবার ডিলার কদর আলী বাণিজ্যালয়ে গিয়েও তেল পাননি। তবে কিছু তেল সংগ্রহ করার পর তিনি বিক্রি করতে পারছেন না। কদর আলী বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী মো. কদর আলী বলেন, তিনি গতকাল পর্যন্ত তেল বিক্রি করেছেন এবং বর্তমানে তার কাছে কিছু তেল রয়েছে, তবে এগুলো শিরনির জন্য রাখা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন জানান, বাজারে সয়াবিন তেলের কিছুটা সংকট থাকলেও কেউ যদি সয়াবিন তেল মজুদ রাখে অথবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন বাজার তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।