পিরোজপুরে অটোরিকশা ধর্মঘট, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১লা ফেব্রুয়ারি ২০২২ ০৩:৪২ অপরাহ্ন
পিরোজপুরে অটোরিকশা ধর্মঘট, ভোগান্তি

পিরোজপুর জেলার বাস মালিক সমিতি আঞ্চলিক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালাচলে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট ডেকেছে পিরোজপুর অটোরিকশা সমিতি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।


সকাল থেকে পিরোজপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে, হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই বিকল্প বাহন না পেয়ে গন্তব্যে হেঁটে যাচ্ছেন। আয় বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন চালাকরাও।


নিয়াজ মোর্শেদ নামের এক ব্যক্তি বলেন, “হঠাৎ করেই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করায় ভোগান্তিতে পড়েছি। এখন হেঁটেই কর্মস্থলে যেতে হচ্ছে। সময়মত পৌঁছাতে পারব কিনা জানি না।”


অটোরিক্সা সমিতি ও শ্রমিকলীগ সভাপতি মজনু তালুকদার জানান, অটোরিকশা চালাচলে বাধা দেওয়ার প্রতিবাদে তারা এ ধর্মঘট ডেকেছেন।